কুষ্টিয়ায় সেতু নির্মাণে ‘ধীরগতি’, ভোগান্তি

বিডি নিউজ ২৪ মিরপুর (কুষ্টিয়া) প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:২৭

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জি কে সেচ খালের ওপর সেতু নির্মাণে ধীরগতি ও বিকল্প পথের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দরা।


১৮ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই প্রকল্পের কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি। ফলে প্রায় দেড় বছর ধরে উপজেলা সদর ও আশপাশের এলাকাগুলোর মধ্যে যোগাযোগ ব্যাহত হচ্ছে।


জেলার মিরপুর পৌর পশুহাট, উপজেলা পরিষদ ও মিরপুর-দৌলতপুর সড়কের একমাত্র সংযোগস্থল জি কে খালের উপরে সেতুটি নির্মাণ করা হচ্ছে।


স্থানীয়দের অভিযোগ, তাদের মতামত উপেক্ষা করে সড়ক বিভাগ ‘ভুল স্থানে’ সেতুটি নির্মাণ করছে। ফলে ভবিষ্যতে যেভাবে সংযোগ সড়ক তৈরি হবে, তাতে সেতুটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য কার্যকর হবে না; বরং তা অচল অবকাঠামোয় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও