খাসির কলিজা ভুনা রান্নার রেসিপি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ২৩:৩৯

ভাত বা পোলাও দিয়ে খাওয়ার জন্য সেরা একটি পদ। 


রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।


উপকরণ



  • খাসির কলিজা ১ কেজি টুকরা করে কাটা

  • পেঁয়াজ চৌক করে কাটা আধা কাপ

  • পেঁয়াজ কুচি আধা কাপ

  • আদা বাটা ১ টেবিল-চামচ

  • রসুনবাটা ১ টেবিল-চামচ

  • হলুদ গুঁড়া ১ চা-চামচ

  • মরিচ গুঁড়া ১ চা-চামচ

  • ধনে গুঁড়া ১ চামচ

  • জিরা গুঁড়া ১ চা-চামচ

  • কালিজিরা ও মেথি গুঁড়া ১ চা-চামচ

  • দারুচিনি ৩ টুকরা

  • এলাচ ৪/৫টি

  • লবঙ্গ ৪/৫টি

  • তেজপাতা

  • তেল ১ কাপ

  • ঘি ২ টেবিল-চামচ

  • লবণ স্বাদ মতো

  • পানি পরিমাণ মতো


পদ্ধতি



  • প্রথমে কলিজা ফুটন্ত পানিতে ৮ থেকে ১০ মিনিট সিদ্ধ করে গরম পানি দিয়ে ধুয়ে নিন। এতে কলিজার গন্ধ চলে যাবে। আর রং সুন্দর থাকবে |

  • চুলায় প্যান বসিয়ে তেলে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে উঠিয়ে নিন।

  • এবার এই তেলেই চৌক করা পেঁয়াজ দিয়ে বাদামি বং করে ভেজে দারুচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিন।

  • এবার কলিজা ও ঘি বাদে একে একে বাকি উপকরণ দিয়ে কষিয়ে নিন।

  • তাপরপর কলিজা ও ঘি দিয়ে আবারও কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন।

  • তেল ওপরে উঠে এলে এবং মাখা মাখা হলে নামিয়ে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও