২০০ মিটার দূরত্বে পুলিশ ফাঁড়ি, গাড়ি ঘিরে ছোড়া হয় মুহুর্মুহু গুলি
সড়কের ওপর থামানো একটি প্রাইভেট কারে মুহুর্মুহু গুলি ছুড়ছিলেন হেলমেট পরা একজন। প্রথমে গুলি ছোড়া হয় গাড়ির বনেট ও চাকায়। এরপর গুলি করা হয়েছে গাড়িতে থাকা ব্যক্তিকে লক্ষ্য করে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপি কর্মী মুহাম্মদ আবদুল হাকিমকে (৫২) প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে এই দৃশ্য। ঘটনার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দুজনকে দেখা গেলেও গাড়ির আশপাশে আরও কয়েকজন সন্ত্রাসী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
হত্যার ঘটনাটি ঘটেছে হাটহাজারীর মদুনাঘাট বাজারের পানি শোধনাগার কেন্দ্রের মূল ফটকের সামনে। সেখান থেকে প্রায় ২০০ মিটার দূরেই রয়েছে একটি পুলিশ ফাঁড়ি। ৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সাদা রঙের প্রাইভেট কারটি পানি শোধনাগারের সামনে দাঁড়ানো। ভিডিওতে অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা যায়। গুলি করা ব্যক্তির পাশে হেলমেট পরা আরেকজনকেও দেখা যায় ভিডিওতে। তবে তাঁর গতিবিধি স্পষ্ট নয়।
নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা।
তিনি ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর রাউজানের বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তবে দলীয় কোনো পদ ছিল না তাঁর। নিহত আবদুল হাকিম ভেষজপণ্যের ব্যবসা করতেন। পাশাপাশি গরুর খামারি ছিলেন তিনি। এ ছাড়া এক বছর ধরে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসাও করছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গুলি করে হত্যা
- বিএনপি কর্মী