
আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে নামছে বাংলাদেশ
দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ৩ ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। এর মাঝে একটি এশিয়া কাপে, পরের দুটি চলমান টি-টোয়েন্টি সিরিজে। আজ (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। যেখানে জয় পেলেই আফগানদের হোয়াইটওয়াশ করবে টাইগাররা। টানা দুই জয়ে এরই মাঝে সিরিজ জয় নিশ্চিত করেছে জাকের আলীর দল।
একদিকে বাংলাদেশ নামবে আরও একটি জয়ের খোঁজে। অন্যদিকে আফগানিস্তানের চাওয়া একটি জয়। যেহেতু এরই মধ্যে সিরিজ জেতা হয়ে গেছে, শেষ ম্যাচে একাদশে রদবদল করতে পারে টাওগাররা। শুরুর দুই ম্যাচে সুযোগ না পাওয়া শেখ মাহেদী হাসান একাদশে ঢুকে যেতে পারেন। তাকে জায়গা করে দিতে একাদশের বাইরে যেতে পারেন রিশাদ হোসেন।
এছাড়া পেস ইউনিটে মুস্তাফিজুর রহমানকে বসিয়ে খেলানো হতে পারে তানজিম হাসান সাকিবকে। আবার ব্যাটিং ইউনিটে প্রথম ম্যাচে দারুণভাবে ক্লিক করেছিল তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের জুটি। দ্বিতীয় ম্যাচে আবার উল্টো পথে হাঁটেন তানজিদ-ইমন। তবে তৃতীয় ম্যাচেও ওপেনিংয়ে এই জুটির উপরেই আস্থা রাখতে পারে বাংলাদেশ।