You have reached your daily news limit

Please log in to continue


মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম বাড়াচ্ছে এনবিআর

ফাঁকি দেয়া রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রমকে বেগবান করতে এবং কর ফাঁকি প্রতিরোধের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলোকে গোয়েন্দা ও তদন্ত কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে।

শনিবার এনবিআরের সদস্যের (কর অডিট, ইন্টেলিগেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) দপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় প্রতিটি কর অঞ্চলে গোয়েন্দা ও তদন্ত টিম গঠন, টিমগুলোর কার্যপদ্ধতি, টিমের সুপারিশ প্রণয়নের ভিত্তি এবং ফাঁকি দেওয়া কর পুনরুদ্ধার কার্যক্রম নেওয়ার জন্য অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে বিশদ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন প্রকারের গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, প্রিন্ট ও ইলোক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত তথ্য, আয়কর নথি ও বিভিন্ন রেজিস্ট্রারে ঘষা-মাজা বা কাটা-ছেঁড়া, অস্বাভাবিক পরিমাণ করমুক্ত আয় প্রদর্শন, করযোগ্য আয় এবং পরিশোধিত করের তুলনায় সম্পদ বিবরণীতে অস্বাভাবিক পরিমান নিট সম্পদ প্রদর্শন ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্ট টিম তদন্ত শুরু করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন