
বাংলাদেশের কাছে সিরিজ হাতছাড়া করার আক্ষেপ আফগানিস্তানের
আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। দুটি ম্যাচই জাকের আলী অনিকের নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে ভক্ত-সমর্থকদের হৃদ্যন্ত্রের চূড়ান্ত পরীক্ষা নিয়ে। তবে একটু এদিক-ওদিক হলে সিরিজটা জিততে পারত আফগানিস্তান।
সিরিজ খোয়ানোর পেছনে আফগানিস্তানের ক্রিকেটারদের দায়টাই বেশি। বোলিং ভালো হলেও রশিদ খানের নেতৃত্বাধীন আফগানদের ব্যাটিং-ফিল্ডিংটা আশানুরূপ হয়নি। গতকাল শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রানে থেমে যায় রশিদের দল। ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান ইবরাহিম জাদরান করলেও তিনি খেলেছেন ৩৭ বল। টপ অর্ডারের অপর দুই ব্যাটার সেদিকউল্লাহ আতাল ও রহমানউল্লাহ গুরবাজ ব্যাটিং করেছেন ১২১.০৫ ও ১৩৬.৩৬ স্ট্রাইক রেটে। আজমতউল্লাহ ওমরজাইয়ের ক্যাচ পারভেজ হোসেন ইমন ড্রপ করলেও ১৭ বলে ১৯ রান করে অপরাজিত থেকেছেন তিনি (ওমরজাই)।
ব্যাটারদের বাজে পারফরম্যান্সের মধ্যে ইমপ্যাক্টফুল ইনিংস খেলেছেন মোহাম্মদ নবি। ১২ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রান করে অপরাজিত থাকেন নবি। রশিদের মতে, রানের চাকা সচল রাখতে যা করা প্রয়োজন, সেটা করতে পারেননি সতীর্থরা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক বলেন, ‘উইকেট শুরুতে ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। কিন্তু যখন আপনি একবারে ষষ্ঠ গিয়ারে গিয়ে বড় শট খেলবেন, তখন আর চতুর্থ, পঞ্চম গিয়ারে ফেরা সম্ভব হয়নি। বড় শট খেললেও পরিস্থিতি বুঝে ভারসাম্য রেখে খেলাটা গুরুত্বপূর্ণ।’