জুলাই সনদ : জামায়াত ও বিএনপির ব্যবধান আকাশ-পাতাল

যুগান্তর মোবায়েদুর রহমান প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫, ১২:২৪

অভিন্ন কর্মসূচিতে আবার মাঠে নামছে জামায়াতসহ ৬ দল। ৫ দফা দাবি নিয়ে তারা মাঠে নামছে। যেসব দল মাঠে নামছে তারা হলো-বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত মজলিশ, নেজামে ইসলাম, জাতীয় গণতান্ত্রিক দল (জাগপা), চরমনাই পীরের ইসলামী আন্দোলন এবং খেলাফত আন্দোলন। যেসব দাবি নিয়ে তারা মাঠে নামছে সেগুলো হলো, আসন্ন নির্বাচনের আগেই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া বা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন (পিআর সিস্টেম) অনুষ্ঠান, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচন, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিসহ অন্যদের নিষিদ্ধ করা, সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রচনা করা (সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা) এবং ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও বিচার দৃশ্যমান করা।


বিগত ১ অক্টোবর থেকে তাদের এ দ্বিতীয় দফা কর্মসূচি শুরু হয়েছে। ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে চলবে গণসংযোগ। গণসংযোগ উপলক্ষে মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক, সেমিনার সিম্পোজিয়াম ইত্যাদি আয়োজন করা হবে। ১০ অক্টোবর রাজধানীসহ সব বিভাগীয় শহরে ৬টি দল আলাদা আলাদাভাবে গণমিছিল করবে। ১২ অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।             

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও