দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু যৌথভাবে হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে ফোনালাপে এই ক্ষমা প্রার্থনা করেন। খবর আল জাজিরার।হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, “প্রধানমন্ত্রী নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন যে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় অনিচ্ছাকৃতভাবে এক কাতারি সেনা নিহত হয়েছেন। তিনি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অনুতাপ প্রকাশ করেন এবং প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে এ ধরনের হামলা আর হবে না।”
৯ সেপ্টেম্বর দোহায় সংঘটিত ওই হামলায় পাঁচজন হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। লক্ষ্যবস্তু ছিল হামাসের শীর্ষ নেতারা, যারা যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায় যুক্ত ছিলেন। তবে তারা প্রাণে বেঁচে যান।