ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠি হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য ২০ দফা প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এখন হামাসের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন, হামাস যদি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে ইসরায়েল গাজায় হামলার তীব্রতা বাড়াবে।
অপরদিকে হামাস যদি প্রস্তাবে রাজি হয় তাহলে ৭২ ঘণ্টার মধ্যে তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেবে। এরপর হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে এবং সব অস্ত্র ফেলে দিয়ে নিজেদের নিরস্ত্রীকরণ করতে হবে। শুধু হামাস নয়, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী পুরো গাজাকেই নিরস্ত্র করা হবে।
ট্রাম্পের এ প্রস্তাবের জবাবে এখনো আনুষ্ঠানিক জবাব দেয়নি হামাস। সশস্ত্র এ গোষ্ঠীর এক উচ্চপদস্থ নেতা সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, তারা ট্রাম্পের প্রস্তাব লিখিত আকারে পাননি। প্রস্তাবটি পেলে এটি পর্যালোচনা করা হবে। তিনি জানিয়েছেন, গাজায় হত্যাযজ্ঞ বন্ধ, ইসরায়েলি সেনাদের গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার, যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং ফিলিস্তিনিদের স্বার্থ সুরক্ষিত করে এমন যেকোনো প্রস্তাবে তারা রাজি।