ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশ হেফাজতে এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে; যাকে অবৈধভাবে পাঁচ দিন আটকে রেখে নির্যাতন করা হয় দাবি স্বজনদের।
এ ঘটনায় সোমবার বিকালে সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মহিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক।
এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।