জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা জয় করে যিনি এখন ব্যস্ত বড় পর্দায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীব, ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মেহজাবীন জানান, তিনি খুব বেশি দূর বা লম্বা সময়ের জন্য চিন্তা করতে ভয় পান। জীবনের অনিশ্চয়তাকেই এর কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি।
তার কথায়, ‘আমি বেশি বেশি কথা বলবো, অনেক কিছু বলবো যে এই করে ফেলেছি, ওই করে ফেলেছি, এটা করবো—এগুলো সব পরিকল্পনা এবং ফিউচার। আজ থেকে এখান থেকে বের হয়ে আমি রাস্তাতেই মারা যেতে পারি। আমরা জানি না আসলে কী হবে। তো, অনেক লম্বা বা অনেক দূরের চিন্তাভাবনা আসলে আমি করতে অনেক ভয় পাই এবং করতে চাইও না।
তিনি বিশ্বাস করেন, একজন শিল্পীর নিজের কাজই তার পরিচয় বহন করবে। তার পারফর্ম করা কাজের মান নিয়ে অতিরিক্ত আলোচনা করাকে তিনি অপ্রয়োজনীয় মনে করেন। অভিনেত্রীর ভাষ্যে, ‘কতটুকু ভালো করেছি, না করেছি এগুলো একেবারেই আলাদা আলোচনা। কিন্তু আমার কাজই কথা বলুক।’
তবে আপকামিং কাজ নিয়ে তার আগ্রহ ও আকাঙ্ক্ষা যথেষ্ট। যেহেতু তিনি সিনেমা শুরু করেছেন, তাই সামনের দিনগুলোতেও বড় পর্দাতেই নিয়মিত হতে চান। মেহজাবীন বলেন, ‘সিনেমা যেহেতু শুরু করেছি, সামনেও আসলে সিনেমা করবো। যদি ভালো গল্প থাকে, আমার চরিত্র ভালো লাগে, আমি তো কাজ করতেই চাই।’