অভিনেতা ও রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) অভিযোগ করেছে, তাঁদের র্যালিতে পদদলনের ঘটনাটি একটি ষড়যন্ত্র। গতকাল শনিবার তামিলনাড়ুর কারুর জেলার এ ঘটনায় ৪০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। টিভিকের আইনজীবী আরিবালাগাম এনডিটিভিকে জানিয়েছেন, তাঁর দল মাদ্রাজ হাইকোর্টে একটি আবেদন করেছে। এই আবেদনে আদালতকে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি) গঠন ও এই মামলা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআইয়ের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরিবালগাম এনডিটিভিকে বলেন, ‘আমরা আগামীকাল হাইকোর্টের মাদুরাই বেঞ্চে বিষয়টি উত্থাপন করব। কারুরের ঘটনাটি একটি ষড়যন্ত্র। তাই আমরা সম্মানিত হাইকোর্টের কাছে অনুরোধ করেছি, যাতে কোনো রাষ্ট্রীয় সংস্থা নয়, বরং স্বাধীনভাবে এ ঘটনার তদন্ত করা হয়।’ তিনি আরও বলেন, ‘আদালতের উচিত একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা, অথবা মামলাটি তামিলনাড়ু পুলিশের কাছ থেকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করা উচিত।’
টিভিকে রাজ্য পুলিশের তদন্তের ওপর বিশ্বাস করে না কেন, এমন প্রশ্নের জবাবে আরিবালগাম বলেন, ‘এটি একটি ষড়যন্ত্র। আমরা স্থানীয় লোকজনের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য পেয়েছি এবং আমাদের কাছে কিছু সিসিটিভি ফুটেজও রয়েছে। এগুলো যাচাই করলেই বোঝা যাবে, ক্ষমতাসীন দল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।’