ভারতের তামিলনাড়ু রাজ্যের করুর শহরে তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের সভাপতি ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬ শিশু, ৯ জন পুরুষ ও ১৬ জন নারী।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা. সুব্রামানিয়ান জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন এবং আরও ৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, তিরুচি থেকে ২৪ জন এবং সালেম থেকে ২০ জন চিকিৎসককে করুর পাঠানো হচ্ছে।
দ্য হিন্দু বলছে, আজকের জনসভাটি ছিল থালাপতি বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ। এতে বহু মানুষ যোগ দেন। এসময় ভিড় ও হুড়োহুড়িতে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের হাসপাতালে নেওয়া হয়।