মারমা স্কুল ছাত্রী ‘ধর্ষণের’ ঘটনায় বিক্ষোভ-উত্তেজনার মধ্যে খাগড়াছড়ি সদরে জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারির পাশাপাশি সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এক বার্তায় বলেছে, “খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাত প্লাটুন বিজিবি মোতায়েন।”
মঙ্গলবার রাতে এক মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়লে শনিবার জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ১৪৪ ধারা জারির তথ্য দেন।
ধর্ষনের ঘটনায় জড়িত অভিযোগে এরই মধ্যে পুলিশ শয়ন শীল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে। পাশপাশি বিক্ষুদ্ধ এলাকাবাসী ‘জুম্ম ছাত্র-জনতা’ নামে বৃহস্পতিবার সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
শনিবার একই দাবিতে জেলাজুড়ে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে ১৪৪ ধারা জারি এবং বিজিবি মোতায়েনের খবর এলো।