You have reached your daily news limit

Please log in to continue


উইন্ডোজ থেকে হারিয়ে যাওয়া ৬ ফিচার

উইন্ডোজ অপারেটিং সিস্টেম সবসময়ই পরিবর্তনের মধ্য দিয়ে যায়। নতুন সংস্করণে একদিকে নতুন ফিচার আসে, অন্যদিকে কিছু পুরনো ফিচার বিদায় নেয়। যেগুলোর সঙ্গে একসময় ব্যবহারকারীরা অভ্যস্ত ছিলেন, সেগুলো এখন আর নেই বা নতুন রূপে ফিরে এসেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅবের প্রতিবেদন অবলম্বনে উইন্ডোজ থেকে হারিয়ে যাওয়া তেমন ছয়টি ফিচার সম্পর্কে তুলে ধরা হলো—

১. ইন্টারনেট এক্সপ্লোরার

দীর্ঘদিন ধরে ইন্টারনেট এক্সপ্লোরার ছিল উইন্ডোজ ব্যবহারকারীদের প্রধান ওয়েব ব্রাউজার। কিন্তু ধীরে ধীরে এতে ধীরগতি ও নিরাপত্তা সমস্যার অভিযোগ আসতে শুরু করে। অবশেষে ২০২২ সালে ব্রাউজারটিকে আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠানো হয়। এর জায়গায় এসেছে মাইক্রোসফট এজ। নতুন ব্রাউজারটি তৈরি হয়েছে ক্রোমিয়াম প্রযুক্তির ওপর ভিত্তি করে। ফলে গতি বেড়েছে, নিরাপত্তা উন্নত হয়েছে এবং এতে ক্রোম এক্সটেনশন ব্যবহারেরও সুযোগ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন