কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান ‘মহা জাদু’তে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে গলা মিলিয়ে আলোচনায় তাজিক শিল্পী মেহেরনিগরি রুস্তম। এই গানের মধ্য দিয়ে বাংলাদেশের শ্রোতারা প্রথমবারের মতো পেল এই তাজিক শিল্পীকে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই শ্রোতাদের মন জয় করে নিয়েছে গানটি। বাউল শাহ খোয়াজ মিয়ার লেখা ও সুরে তৈরি এই লোকগানটির নতুন সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। আর গানে মেহেরনিগরির এন্ট্রি যেন ছিল শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ।