You have reached your daily news limit

Please log in to continue


রাজনৈতিক মন্তব্য করতে সুরিয়াকুমারকে মানা করল আইসিসি

ক্রিকেটীয় আবহে রাজনীতির ঝাঁজ ছড়িয়ে দেওয়া চলবে না। শুনানির পর রাজনৈতিক মন্তব্য করতে মানা করে দেওয়া হলো সুরিয়াকুমার ইয়াদাভকে। ভারতীয় অধিনায়ক কোনো শাস্তির মুখোমুখি হচ্ছেন কি না, নিশ্চিত নয় এখনও।

দুবাইয়ে বৃহস্পতিবার ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের শুনানিতে হাজিরা দিতে হয় সুরিয়াকুমারকে। আইসিসির ম্যাচ রেফারি এরপর ভারতীয় দলপতিকে জানিয়ে দেন, ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে ব্যাখ্যা করা যায় বা ফুটিয়ে তোলা যায় কিংবা রূপ দেওয়া যায়, এমন কোনো কিছু বলা যাবে না।

সুরিয়াকুমারের শুনানি হওয়ায় এটা নিশ্চিত হওয়া গেল, ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে আইসিসিকে আনুষ্ঠানিক অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অভিযোগের খবরটি আগে সংবাদমাধ্যমের প্রকাশ হলেও তা নিশ্চিত করা যায়নি কোনো পক্ষ থেকেই। আনুষ্ঠানিক শুনানি হয়েছে মানে আনুষ্ঠানিক অভিযোগও ছিল।

খবরে এসেছিল, গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে সুরিয়াকুমারের মন্তব্য নিয়ে আপত্তি ছিল পিসিবির। ভারতীয় অধিনায়ক তাদের জয় উৎসর্গ করেছিলেন দেশের সশস্ত্র বাহিনীকে ও একাত্মতা ঘোষণা করেছিলেন তিনি পেহেলগামে সন্ত্রাসী হামলায় আক্রান্ত সবাই ও তাদের পরিবারের সঙ্গে।

তবে এখন জানা যাচ্ছে, ম্যাচের পর সংবাদ সম্মেলনে সুরিয়াকুমার একটি মন্তব্য ঘিরেই পিসিবির মূল আপত্তি। সংবাদ সম্মেলনেো সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করা ও পেহেলগাম হামলায় আক্রান্তদের নিয়ে নানা কথা বলেছেন ভারতীয় অধিনায়ক। এক পর্যায়ে তিনি ‘অপারেশন সিদুঁর’ কথাটিও উল্লেখ করেন, যেটা সরাসরি রাজনৈতিক হয়ে গেছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন জানাচ্ছে, পিসিবির বড় আপত্তি ছিল সেটিতেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন