
জঙ্গি তৎপরতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: এটিইউ প্রধান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৫
সরকারের বিভিন্ন পর্যায় থেকে দেশে ‘জঙ্গি তৎপরতা না থাকার কথা’ বলা হলেও ভবিষ্যতের আশঙ্কা ‘নাকচ করে দিচ্ছেন না’ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজি মো. রেজাউল করিম।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “জঙ্গি নেই বলে আগামীতে হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে? আমাদের আরো সতর্ক থাকতে হবে। কারণ একটা ঘটনা বড় ধরনের ক্রাইসিস সৃষ্টি করতে পারে।”
পুলিশের এ কর্মকর্তা বলেন, “এ দেশের অধিকাংশ মানুষই উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে বিশ্বাসী না। তারপরেও কখনো কখনো যুক্ত হতে পারে দেশি-বিদেশি ষড়যন্ত্র। সম্ভাবনা যেকোনো সময় থেকেই যায়। আমরা সেটাকে নজরদারিতে রাখব।”