ডোনাল্ড ট্রাম্পের উত্থানের পর থেকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অশালীন ভাষার ক্রমবর্ধমান ব্যবহার দেখা যাচ্ছে। এ নিয়ে অনেকের বিস্ময়, অস্বস্তি ও অসন্তোষ দৃশ্যমান। এর সঙ্গে যুক্ত হয়েছে ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্যের ছড়াছড়ি, মিথ্যা বয়ান। এর বিপরীতে ফ্যাক্টচেকারদের ক্যারিয়ারেরও উত্তরোত্তর উন্নতি ঘটছে।
কিন্তু বাস্তবে এতে কোনো কাজ হচ্ছে কি? মিডিয়াতে মিথ্যা বয়ান কি ঠেকানো যাচ্ছে? ফ্যাক্টচেকিংয়ের শক্তি কি এসব বয়ানের ধার কমাতে পারছে? এখন পর্যন্ত অন্তত তেমন প্রমাণ নেই।
রাজনৈতিক মেরুকরণ এবং ভুল তথ্যের ওপর গবেষণা করেন এমন একজন বিশেষজ্ঞ, কার্ডিফ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ড. জোসেফ ফিলিপসের মতে, রাজনীতিতে অশালীন ভাষা ব্যবহার কোনো নতুন বিষয় নয়, বরং এটি একটি পুরোনো প্রবণতা।