You have reached your daily news limit

Please log in to continue


লিটনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলো দল, পাকিস্তানের বিপক্ষেও অনিশ্চিত

গত সোমবার অনুশীলনে চোট পাওয়ার পর দল থেকে তেমন গুরুতর কিছু বলা হয়নি, তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপেই মিলে যায় আভাস। অধিনায়ক লিটন দাস খেলছেন না খেলার ঘণ্টা দুয়েক স্পষ্ট হয়ে যায়। ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক বললেন, লিটনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছেন তারা।

বুধবার সুপার ফোরের ম্যাচে  ভারতের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। ফাইনালে যেতে বৃহস্পতিবার পাকিস্তানকে হারাতেই হবে তাদের। এই ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়া নেমে পাত্তা পায়নি দল।

ভারতের ১৬৯ রান তাড়া করতে গিয়ে  সাইফ হাসান (৫১ বলে ৬৯ রান) ছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেননি। ফলে ১২৭ রানে গুটিয়ে বড় হার দেখে টাইগাররা।

ম্যাচ শেষে বিষন্ন চেহারায় সংবাদ সম্মেলনে হাজির হয়ে জাকের জানান লিটনকে পেতে মরিয়া ছিলো দল, 'আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছি, পরে হয়নি। আর দেশ থেকে ঠিক করা ছিলো কোন কারণে উনি না থাকলে আমি অধিনায়কত্ব করব। মিডিয়াতে হয়ত জানানো হয়নি। কাজেই আমি প্রস্তুত ছিলাম।'

ভারতের বিপক্ষে খেলতে না পারা লিটন পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কিনা এখন সেই প্রশ্ন বড়। তবে জাকেরের কন্ঠে বড় অনিশ্চয়তা, 'আমরা দেখব তিনি খেলতে পারেন কিনা, তিনি রিকোভারিতে আছেন। আমরা অপেক্ষা করব।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন