আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ উসকানিমূলক ও মিথ্যা সংবাদ ছড়াতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রথম দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছে। আপনারা এটার কাউন্টার করেছেন। আপনারা কাউন্টার করায়, সত্য ঘটনা প্রকাশ করায় তারা সুবিধা করতে পারেনি। এটা এখন অনেক কমে গেছে। কিন্তু সামনে পূজা উপলক্ষে তারা আবার গুজব ছড়ানো শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করব, আগে যেভাবে ভূমিকা পালন করেছেন, সেভাবে করবেন। এতে জনগণ সত্য সংবাদটি পাবে।’ এ সময় কেউ উসকানিমূলক অপপ্রচার চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা।