You have reached your daily news limit

Please log in to continue


রাবির ‘কমপ্লিট শাটডাউন’: কর্মকর্তারা কাজে ফিরবেন, ক্লাস-পরীক্ষা বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাত দিনের আল্টিমেটাম দিয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার করেছে অফিসার্স সমিতি। তবে এখনো অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত রেখেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

অন্যদিকে শাটডাউন-কর্মবিরতির প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির।

বুধবার দুপুরে ‘কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহারের কথা জানিয়ে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, “গতকাল (মঙ্গলবার) আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় বসেন। সেখানে আমাদের দাবির বিষয়ে তারা কয়েকদিন সময় চেয়েছেন।

“তার পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) আমরা কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মিটিংয়ে বসি, সেখানে সর্বসম্মতিক্রমে প্রশাসনকে সাত দিনের সময় দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাই দুপুর ১টা থেকে আমরা শাটডাউন প্রত্যাহার করেছি।”

তিনি বলেন, “এই সময়ে যদি প্রশাসন আমাদের দাবি বাস্তবায়ন করতে না পারে তাহলে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচিতে যাব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহকে এই দায়ভার শুধুই প্রশাসনকে নিতে হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন