পরিবেশগত উদ্বেগ ও বৈশ্বিক পোশাক ব্র্যান্ডগুলোর চাপে সাম্প্রতিক বছরগুলোতে দেশের পোশাক কারখানাগুলো বৃষ্টির পানি সংরক্ষণ এবং উন্নত ধোয়া ও রঙ করার প্রযুক্তি গ্রহণের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) প্যাক্ট কর্মসূচি অনুযায়ী, ৩৩৮টিরও বেশি বাংলাদেশি কারখানা আধুনিক প্রযুক্তি গ্রহণের মাধ্যমে প্রতি বছর ২ কোটি ৫০ লাখ ঘনমিটার মিঠা পানির ব্যবহার ও ২ কোটি ১০ লাখ ৮০ হাজার ঘনমিটার বর্জ্যপানি নিঃসরণ কমিয়েছে।
এক দশক আগে এক কেজি ডেনিম কাপড় ধোয়াতে প্রায় ২০০ লিটার ভূগর্ভস্থ পানি লাগত। শিল্প সংশ্লিষ্টদের মতে, বর্তমানে এ হার নেমে এসেছে ৫০-৫৩ লিটারে।
তাদের মতে, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করলে এই পরিমাণ আরও কমিয়ে ২৫-৩০ লিটার পর্যন্ত আনা সম্ভব।
আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো সরবরাহ চেইনজুড়ে পানির ব্যবহার কমানোর দাবি জানাচ্ছে।