‘আনলক বিগ চেঞ্জ’ সম্মাননা পেলেন ড. ইউনূস

এনটিভি প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯

শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে পথপ্রদর্শক ভূমিকা এবং মানবকল্যাণে আজীবন প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ ‘আনলক বিগ চেঞ্জ’ সম্মাননা পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে শিশুদের বৈশ্বিক দাতব্য সংস্থা ‘দেয়ারওয়ার্ল্ড’ আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।


জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং দেয়ারওয়ার্ল্ডের চেয়ারম্যান সারা ব্রাউন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন।


অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডিকেও এই সম্মাননা দেওয়া হয়। তবে দারিদ্র্য দূরীকরণ ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য ড. ইউনূসের কাজই উপস্থিত অতিথিদের মাঝে সবচেয়ে বেশি সাড়া ফেলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও