পাইলস কী
পাইলস হলো পায়ুর রক্তনালি ফুলে যাওয়া। রক্তনালিতে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ রক্ত জমা হলে রক্তনালি তখন ফুলে যায়। সাধারণত পায়ুপথে অতিরিক্ত চাপ পড়লে এমনটা ঘটে।
কেন হয়
- মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেওয়া, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য।
- লম্বা সময় বসে থাকা, বিশেষত টয়লেটে।
- দীর্ঘদিনের ডায়রিয়া।
- স্থূলতা।
এ ছাড়া যাঁরা প্রায়ই ভারী ওজন তুলে ব্যায়াম করেন বা ভারী ব্যাগ বহন করেন, তাঁদের এবং অন্তঃসত্ত্বা নারীদের পাইলসের ঝুঁকি বেশি। পাইলস কেবল বড়দের রোগ নয়, শিশুদের হয়। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা প্রয়োজন।
যেসব উপসর্গ দেখা দেয়
- পায়ুপথে রক্তপাত। মলের সঙ্গে রক্ত যেতে পারে কিংবা রক্ত দেখা যেতে পারে টয়লেট পেপারে।
- পায়ুপথে চুলকানি, অস্বস্তি।
- পায়ুপথে ব্যথা, কোনো কোনো ক্ষেত্রে ব্যথা প্রচণ্ড তীব্র হয়ে উঠতে পারে।
- পায়ুপথের আশপাশে ফুলে যায় কিংবা ছোট গোটা হতে পারে।
- কখনো কখনো ফুলে যাওয়া রক্তনালি একটা গোটার মতো হয়ে বেরিয়েও আসতে পারে পায়ুপথের ভেতর থেকে।
সুস্থতার জন্য যা করবেন
পায়ুপথে ব্যথা, চুলকানি বা অস্বস্তিকর অনুভূতি হলে একটি বড় পাত্রে কুসুম গরম পানি নিয়ে তাতে বসতে পারেন ১০-১৫ মিনিটের জন্য। সারা দিনে ২-৩ বেলা এভাবে উষ্ণতা নেওয়া যায়। ব্যথার জন্য প্যারাসিটামল খেতে পারেন। সবার ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় না। তবে কারও কারও আবার অপারেশনের বিকল্পও থাকে না। অপারেশনের অবশ্য কয়েকটি আলাদা আলাদা পদ্ধতি আছে।