You have reached your daily news limit

Please log in to continue


দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটর করা হচ্ছে: র‍্যাব মহাপরিচালক

র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টার পাঁয়তারা চলছে। এ নিয়ে র‍্যাবের আইসিটি বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম মনিটর করা হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর নগরের শ্রীশ্রী করুণাময়ী কালিবাড়ি মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন র‍্যাবের মহাপরিচালক। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া পূজা নিয়ে কিছু জানতে পারলে, সাধারণ জনগণকে অনুরোধ করছি, আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে সেটি ভেরিফাই করব। যদি ঘটনা সত্য হয়, তাহলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর যদি কেউ গুজবের উদ্দেশ্যে ছড়ান, তাহলে তাঁর (গুজবকারী) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সবাই মিলে সতর্ক থাকলে পূজায় কোনো বিশৃঙ্খলা হবে না।’

দেশে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে দলমতবর্ণ-নির্বিশেষে সবাই দুর্গোৎসব উদ্‌যাপন করা হয় জানিয়ে র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘এই অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সারা দেশে ৮-১০টি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন