দেরিতে হাসপাতালে ভর্তিই ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ

ডেইলি স্টার প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭

এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের ৮১ শতাংশই তিন দিন বা তার বেশি সময় জ্বরে আক্রান্ত থাকার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এতে স্পষ্ট হয়েছে, দেরিতে হাসপাতালে ভর্তি হওয়াই ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ।


ভর্তি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রায় ৭৪ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ মারা গেছেন ডেঙ্গু শক সিনড্রোমে (ডিএসএস)।


এছাড়া মৃতদের মধ্যে ৪৩ শতাংশ ডেঙ্গু ছাড়াও আরও অন্য কোনো রোগেও আক্রান্ত ছিলেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য থেকে জানা যায়।


সম্প্রতি ভাইরাসজনিত এ রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় প্রাথমিক পর্যায়ে পরীক্ষা ও সময়মতো হাসপাতালে ভর্তি হওয়া অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।


রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১১৪ জন রোগীর মৃত্যুর তথ্য পর্যালোচনার পর এসব পর্যবেক্ষণ ও সুপারিশ জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও