ইংলিশ ফুটবলের শীর্ষ সাত স্তরে (প্রিমিয়ার লিগ থেকে ন্যাশনাল লিগ নর্থ ও সাউথ) সব মিলিয়ে খেলে ১৬২টি দল। গতকাল রাত পর্যন্ত এই সাত স্তরে চলতি মৌসুমে একমাত্র গোলহীন দল ছিল অ্যাস্টন ভিলা।
টানা চার ম্যাচে গোল–জয়হীন থাকার অস্বস্তি নিয়েই সান্ডারল্যান্ডের মাঠে অতিথি হয়েছিল তারা। শেষ পর্যন্ত ম্যাচের ৬৭ মিনিটে গোল করে অ্যাস্টন ভিলাকে ঐতিহাসিক গোলখরার অস্বস্তি থেকে মুক্তি দেন ম্যাটি ক্যাশ।