এক যুগ পর প্রকাশ হতে চলা গ্র্যান্ড থেফটের পরবর্তী সংস্করণ জিটিএ সিক্স থেকে বড় সাফল্যের প্রত্যাশায় আছে জাপানের সনি। নতুন গেমটি আগামী বছর মে মাসে উন্মোচন হচ্ছে বলে জানিয়েছে প্রকাশক রকস্টার গেমস। প্রথম বছরে প্রায় চার কোটি কপি বিক্রি হবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা, যা সনির জন্য প্রায় ৩২০ কোটি ডলার আয়ের সুযোগ তৈরি করতে পারে। খবর নিক্কেই এশিয়া।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সাল থেকে প্লেস্টেশন ফাইভের (পিএস ফাইভ) আট কোটির বেশি ইউনিট বিক্রি করেছে সনি। এর মাধ্যমে কোম্পানিটি গেমিং কনসোলের বাজারে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর তুলনায় এগিয়ে আছে।