লিভার ফেইলিউরে আক্রান্ত ব্যক্তির জীবনরক্ষার সর্বশেষ পদক্ষেপ হলো লিভার ট্রান্সপ্লান্টেশন। কারো হেপাটাইটিস ‘বি’ বা ‘সি’ ভাইরাস থাকলে এবং সময়মতো তা প্রতিরোধ না করলে ধীরে ধীরে লিভার সিরোসিস বা ক্যান্সারে রূপ নেয়। ফলে লিভার তার কার্যকারিতা হারায়। এ ধরনের রোগীর শেষ চিকিৎসা হচ্ছে লিভার প্রতিস্থাপন। অপারেশনের মাধ্যমে এ রোগাক্রান্ত লিভার অপসারণ করে সেই স্থানে দাতা ব্যক্তির সম্পূর্ণ বা আংশিক সুস্থ লিভার প্রতিস্থাপন করে লিভার ট্রান্সপ্লান্টেশন করা যায়।
মাত্রাতিরিক্ত অ্যালকোহল বা লিভারের জন্য ক্ষতিকর ওষুধ অতিরিক্ত খেলেও লিভারে প্রদাহ হওয়ার আশঙ্কা থাকে। প্রদাহ অনেক দিন থাকলে লিভারে ফাইব্রোসিস হয়ে লিভার কোষের কার্যক্রম ব্যাহত হয়। ফলে লিভার গুরুতর আকারে ক্ষতিগ্রস্ত হয় এবং আর কখনই আগের অবস্থায় ফিরে যেতে পারে না। এ ধরনের তীব্র লিভার ফেইলিউরের ক্ষেত্রে একমাত্র চিকিৎসা হলো ট্রান্সপ্লান্টেশন।