You have reached your daily news limit

Please log in to continue


আন্দোলনের পর দুই মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৬,৫৭৭ কোটি টাকা

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন থেমে যাওয়ার পরও রাজস্ব আদায়ে ভালো করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) শুল্ক-কর আদায়ে ঘাটতি হয়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত জুলাই–আগস্টের রাজস্ব আদায়ের হালনাগাদ তথ্যে এমনটা জানা গেছে।

এনবিআরের তথ্যে দেখা গেছে, আয়কর, কাস্টমস ও ভ্যাট—এই তিন খাত মিলিয়ে গত জুলাই-আগস্টে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬১ হাজার কোটি টাকা। কিন্তু এ সময়ে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। ঘাটতি ৬ হাজার ৫৭৭ কোটি টাকা বা ১০ দশমিক ৭৮ শতাংশ। এর মধ্যে কেবল আগস্ট মাসেই ৩০ হাজার ৮৮৯ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৭ হাজার ১৭৪ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন