You have reached your daily news limit

Please log in to continue


সংকটের মধ্যেই সার কারখানায় গ্যাসের দাম বাড়াতে চায় পেট্রোবাংলা

ভরা মৌসুমে সার না পেয়ে বিপাকে আমন চাষিরা। সার সংকটের মধ্যেই সার কারখানায় গ্যাসের দাম বাড়াতে চায় বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। তাদের দেওয়া প্রস্তাব নিয়ে আগামী ৬ অক্টোবর গণশুনানি আহ্বান করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। তবে ওই শুনানিতে অংশ না নেওয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার কৃষক ফুলজার হোসেন বলছিলেন সার সংকটের কথা। তিনি বলেন, ‘এক একর ৩৫ শতক জমিতে আমন ধান রোপণ করেছি। কিন্তু এসময় সারের দরকার। বিভিন্ন দোকানে ঘুরে এক হাজার ৪৪৫ টাকা দরে দুই বস্তা সার নিয়েছি। ডিলারদের কাছে সার নেই। খোলা বাজারে বেশি দামে কিনতে হয়।’

সার সংকট নিয়ে সম্প্রতি কুড়িগ্রামে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ নামে একটি সংগঠন বিক্ষোভ সমাবেশ করে। আন্দোলনকারী ভূরুঙ্গামারীর কৃষক আজহার আলী বলেন, ‘এখানকার ডিলার কৃষকদের কাছে সার বিক্রি করতে চান না। আমরা সার কিনতে গেলে টালবাহানা করেন। কিন্তু সেই সার খোলা বাজারে বেশি দামে কিনতে হয়। বাধ্য হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করি।’

কৃষক ফুলজার ও আজহার আলীর মতো দেশের বিভিন্ন জেলার কৃষকরাও ভুগছেন সার সংকটে। যেখানে আগস্ট-সেপ্টেম্বরে আমন চাষের জন্য সারের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন