নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নরসিংদী সদর থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান।
স্থানীয়রা বলছেন, আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধূরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটেছে। উভয় পক্ষের সঙ্গে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীও রয়েছেন।
নিহত ইদন মিয়া (৫৫) ইউনিয়নের মুরাদনগর গ্রামের বাসিন্দা। আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মেঘনা নদী থেকে বালু উত্তোলন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শাহ আলম চৌধূরী ও আব্দুল কাইয়ুম মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ বাড়ে। এরপর থেকে পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করছিলেন বিএনপির দুই নেতা।