You have reached your daily news limit

Please log in to continue


নদীভাঙা মানুষের হাতেই উত্তরাঞ্চলের অর্থনীতির চাবিকাঠি

বাংলাদেশের নদ-নদীর সঙ্গে চরভিত্তিক জীবন এক গভীর বন্ধনে বাঁধা। বিশেষ করে নদীপারের মানুষদের জীবন ও জীবিকা—দুটোই চরের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। শুকনো মৌসুমে উত্তরাঞ্চলের প্রতিটি চর যেন একেকটি সোনার খনিতে পরিণত হয়। সোনা না থাকলেও এখানে জন্ম নেয় তার থেকেও মূল্যবান সম্পদ—অজস্র ফসল।

প্রকৃতি এখানে দু’হাত ভরে দিয়েছে। উত্তরাঞ্চলের চরগুলো দেশের সবজির বড় একটি অংশের চাহিদা পূরণ করছে। শুধু ফসলই নয়, চরভূমি হলো গরু, মহিষ, ছাগল ও ভেড়ার জন্যও এক স্বর্গ। এ যেন জীবিকার স্বাভাবিক সম্ভাবনার এক উন্মুক্ত ভাণ্ডার।

তবু এই মানুষগুলো থাকে খুব সাধারণ জীবনযাত্রার মধ্যে, সরল আর কঠিন সংগ্রামের ভেতর। তাদের প্রতিদিনের জীবন রাজনীতির ক্ষমতার খেলা বা নগরকেন্দ্রিক হৈচৈয়ের বাইরে, অনেকটা নীরব সংগ্রাম আর প্রাকৃতিক অনিশ্চয়তার সঙ্গেই কাটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন