নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর)। আজ মঙ্গলবার রাজধানীর বাসাবো খেলার মাঠে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ঢাকা-৭ আসনের নির্বাচনী জনসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
রেজাউল করিম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট আমাদের দেশে যে পরিবর্তন এসেছে, তা দেশ গড়ার, দেশকে স্বাধীন করার এবং বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর একটি সুযোগ তৈরি করেছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যখন ইতিহাস লিখবে, তখন তারা আমাদের ধিক্কার দেবে, আমাদের নিয়ে সমালোচনা করবে। আমরা তাদের এই সুযোগ দিতে পারি না। এই পরিবর্তনের জন্য আমরা দেশের কাঠামো পুনরুদ্ধারের কথা বলেছি।