এবার চীনকে নিজের অর্থনৈতিক কাঠামো বদলাতে যেন চাপ দেওয়া হয়, সেই আহ্বান জানিয়েছেন মার্কিন ডেমোক্র্যাটরা। চীনকে তথাকথিত ‘অতিরিক্ত কাঠামোগত উৎপাদন’ রোধে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
শুক্রবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের চীনবিষয়ক সিলেক্ট কমিটির সদস্যরা মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও শীর্ষ বাণিজ্য কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, যেকোনো দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তিতে চীনের শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন কমানোর বিষয়টি বাধ্যতামূলক শর্ত হিসেবে থাকতে হবে। খবর রয়টার্স