
ঢাকার বাজার: কিছুটা কমলেও এখনও চড়া তরিতরকারির দাম
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ২১:১৬
থেমে থেমে কয়েক দিনের বৃষ্টি আর দুর্গাপূজার টানা চার দিনের ছুটিতে গেল সপ্তাহে ঢাকার বাজারে সবজি আসে তুলনামূলক কম।
সরবরাহ কমে যাওয়ায় সবজিতে যতটুকু দর বেড়েছিল, তা কমতে শুরু করলেও বাজারের চড়া ভাব কাটেনি।
বিক্রেতারা বলছেন, শীতের আগাম কিছু সবজি বাজারে আসায় সরবরাহ আগের চেয়ে বেড়েছে। এতে কেজি প্রতি ২০ টাকা পর্যন্ত কমেছে কোনো কোনো সবজির দাম।