You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি কমিয়েছে চীন, লাভ বাংলাদেশের

ওয়াশিংটন ও বেইজিংয়ের বাণিজ্য যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা প্রায় বন্ধ করে দিয়েছে চীন। এতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সুযোগ তৈরি হয়েছে। কারণ বাংলাদেশের আমদানিকারকরা এখন তুলনামূলক কম দামে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি করছেন।

একসময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রেতা ছিল চীন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর দুই দেশের বাণিজ্য সম্পর্কের টানাপড়েন শুরু হয়। আর তাতে আমেরিকান সয়াবিন কেনা কমিয়ে দেয় চীন।

বাংলাদেশের সয়াবিন আমদানিকারক, মিলার, তেল নিষ্কাশনকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা বলছেন, চীনের অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রে যে বিশাল সয়াবিনের মজুত তৈরি হয়েছে, তা থেকেই তারা এখন সাশ্রয়ী দামে সয়াবিন কিনছেন।

সাধারণত বাংলাদেশ সয়াবিন আমদানি করত লাতিন আমেরিকা থেকে। কারণ সেখানে সয়াবিনের দাম তুলনামূলক কম। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু চীনের ক্রমবর্ধমান চাহিদা ও সেখানে দাম বাড়ার কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা ভালো বিকল্প খুঁজছিলেন।

ব্লুমবার্গ জানিয়েছে, চলতি মৌসুমে যুক্তরাষ্ট্র থেকে একটিও চালান নেয়নি বিশ্বের সবচেয়ে বড় সয়াবিন আমদানিকারক দেশ চীন। ব্যাপারটি যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। কারণ তারা চীনের বাজারের ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন