You have reached your daily news limit

Please log in to continue


হোটেলকক্ষে গোপন ক্যামেরা শনাক্তের ৬ কৌশল

বিদেশে বা দেশের কোনো স্থানে ভ্রমণের সময় নিয়মিত হোটেলে থাকেন অনেকেই। সাম্প্রতিক সময়ে হোটেলকক্ষে গোপন ক্যামেরা বসানোর মতো অভিযোগ উঠছে, যা ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। প্রযুক্তি সহজলভ্য হওয়ায় গোপন ক্যামেরা এখন ঘড়ি, স্মোক ডিটেক্টর, চার্জার অ্যাডাপ্টর কিংবা সাজসজ্জার জিনিসের ভেতরে সহজেই লুকিয়ে রাখা যায়। আর তাই হোটেলে থাকার সময় ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোটেলকক্ষে গোপন ক্যামেরা শনাক্তের কৌশলগুলো জেনে নেওয়া যাক।

১. হোটেলকক্ষের চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ

প্রথমেই কক্ষটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। কক্ষে থাকা স্মোক ডিটেক্টর, ঘড়ি, বৈদ্যুতিক সকেট, দেয়ালের সাজসজ্জা, খেলনা বা আয়না ভালোভাবে খুঁটিয়ে দেখতে হবে। এগুলোর কোনোটি অস্বাভাবিক জায়গায় বসানো থাকলে বা আশপাশের জিনিসের তুলনায় নতুন মনে হলে ভালোভাবে পরীক্ষা করতে হবে।

২. অন্ধকার করে টর্চলাইট ব্যবহার

ঘরের সব আলো নিভিয়ে টর্চলাইট জ্বালিয়ে হোটেলকক্ষের চারপাশ ভালোভাবে দেখতে হবে। ক্যামেরার লেন্স আলো প্রতিফলিত করে, তাই কোথাও আলোর প্রতিফলন দেখা গেলে বুঝতে হবে, সেখানে ক্যামেরা রয়েছে। আয়না, ঘরের কোণ বা ছবির ফ্রেমও পরীক্ষা করতে হবে।

৩. ফোনের ক্যামেরার মাধ্যমে ইনফ্রারেড শনাক্ত করা

গোপন ক্যামেরা থেকে নির্গত অতি লাল বা ইনফ্রারেড আলো খালি চোখে দেখা সম্ভব নয়। তবে স্মার্টফোনের ক্যামেরা দিয়ে তা শনাক্ত করা যায়। এ জন্য প্রথমে কক্ষের আলো নিভিয়ে স্মার্টফোনের ক্যামেরা চালু থাকা অবস্থায় সন্দেহজনক স্থানগুলোর ছবি পরখ করতে হবে। ক্যামেরার পর্দায় যদি ক্ষুদ্র আলোকবিন্দু বা ঝলক দেখা যায়, সেটি ইনফ্রারেড আলোর উৎস হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন