You have reached your daily news limit

Please log in to continue


সাদা জুতা পরিষ্কার করার সহজ কয়েকটি উপায়

সাদা জুতা ফ্যাশনের এক অনন্য অংশ হলেও খুব দ্রুতই দাগ ও ময়লায় নোংরা দেখাতে শুরু করে। দুঃখজনকভাবে, এগুলোকে সরাসরি ওয়াশিং মেশিন বা ড্রায়ারে দেওয়া নিরাপদ নয়। এতে জুতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রিয় সাদা জুতা ঝকঝকে রাখতে চাইলে নির্ভরযোগ্য কিছু ঘরোয়া কৌশল কাজে লাগাতে হবে।

চলুন, জেনে নিই।

বেকিং সোডা ও ভিনেগার (ক্যানভাস জুতা)

যা লাগবে:

  • ৩ টেবিল চামচ বেকিং সোডা
  • ১ টেবিল চামচ সাদা ভিনেগার

পদ্ধতি:

দুটিকে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। পুরানো টুথব্রাশ দিয়ে জুতায় লাগিয়ে আলতো করে ঘষুন। পুরোপুরি শুকিয়ে গেলে শুকনো কাপড় বা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন। এই পদ্ধতি হালকা দাগের জন্য কার্যকর।

সাবান পানি (চামড়ার জুতা)

যা লাগবে:

  • ১ কাপ গরম পানি
  • কয়েক ফোঁটা লিকুইড ডিশ সাবান

পদ্ধতি:

একটি টুথব্রাশ এই দ্রবণে ডুবিয়ে চামড়ার জুতার ওপর আলতোভাবে ঘষুন। তারপর ভেজা কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন।

লন্ড্রি ডিটারজেন্ট (জাল বা কাপড়ের জুতা)

যা লাগবে:

১ টেবিল চামচ ডিটারজেন্ট, গরম পানি

পদ্ধতি:

পরিষ্কার ওয়াশক্লথ বা টুথব্রাশ দিয়ে দ্রবণটি জুতায় লাগিয়ে বৃত্তাকারে ঘষুন।

শক্ত দাগের জন্য টুথব্রাশ ব্যবহারেই ভালো ফল পাবেন।

ব্লিচ (গভীর দাগের জন্য)

  • ব্লিচ কলম ব্যবহার করে ঘাস, রক্তের মতো গভীর দাগ দূর করুন।
  • জুতার ফিতা পরিষ্কার করতে পানি ও ব্লিচ মিশিয়ে ডুবিয়ে রাখুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন