 
                    
                    অনিশ্চয়তার অবসান না হলে সংকট বাড়বে: হোসেন জিল্লুর রহমান
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনে একটি বিষয়ের ওপর প্রাধান্য দিয়ে আলোচনা চলছে, বিশেষ করে রাজনৈতিক অগ্রগতির জন্য কাঠামোগত সংস্কারের বিষয়ে। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা, কষ্ট ও চাহিদার জায়গাগুলো বুঝতে হবে। এসব অনিশ্চয়তার অবসান না হলে সংকট আরও বাড়বে।
নাগরিক সমাজের জায়গা থেকে হোসেন জিল্লুর রহমান বলেন, ‘সমাধানের জন্য, সমাধানের তাগাদা তৈরির জন্য, যাঁরা এই আলোচনায় অংশগ্রহণ করে আছেন, তাঁরা একে অপরকে দেখছেন। কিন্তু জানালার বাইরে তাকানো খুবই প্রয়োজন। জানালার বাইরে অভিব্যক্তিগুলো কী? ইমোশনসগুলো কী? সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ।’
আজ শনিবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে হোসেন জিল্লুর রহমান এসব কথা বলেন। ‘নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ’ শিরোনামে এ বৈঠকের আয়োজন করে প্রথম আলো।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                