You have reached your daily news limit

Please log in to continue


চবিতে ৯ শিক্ষার্থীর অনশনের তৃতীয় দিন, অসুস্থ হয়ে স্বাস্থ্য কেন্দ্রে তিনজন

নিরাপদ ক্যাম্পাস, প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থীর ‘আমরণ অনশন’ কর্মসূচি শুক্রবার গড়িয়েছে তৃতীয় দিনে।

অসুস্থ হয়ে পড়ায় অনশনকারীদের মধ্যে তিনজনকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন একদফা কথা বললেও দাবি নিয়ে কোনো সুরাহা না হওয়ায় অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে বুধবার দুপুর থেকে ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে তারা এ কর্মসূচি শুরু করেন।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন-বাংলা বিভাগের ওমর সমুদ্র, ধ্রুব বড়ুয়া ও সুদর্শন চাকমা, সঙ্গীত বিভাগের ঈশা দে ও জশদ জাকির, ইংরেজি বিভাগের আহমেদ মুগ্ধ ও নাইম শাহজাহান, মার্কেটিং বিভাগের সুমাইয়া শিকদার এবং স্পোর্টস সায়েন্সের রাম্রা সাইন মারমা।

তাদের মধ্যে ধ্রুব বড়ুয়া, সুমাইয়া শিকদার ও সুর্দশন চাকমাকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। তাদের সেখানে স্যালাইন দেওয়া হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন