You have reached your daily news limit

Please log in to continue


নেপালে অশান্তির দায় কংগ্রেসের: বিজেপি নেতা কেন এমন মন্তব্য করলেন

সবকিছুতে কংগ্রেসকে দায়ী করতে গিয়ে বিজেপি নিজেই বিপাকে পড়েছে। বিড়ম্বনা এতটাই যে বিজেপি নির্দেশ দিয়েছে, নেপাল পরিস্থিতি নিয়ে কোনো নেতা কোনো বিবৃতি দিতে পারবেন না। দিতে হলে কী কলবেন, কীভাবে বলবেন, কতটা বলবেন—তা জেনে নিতে হবে দলের সভাপতি জে পি নাড্ডার কাছ থেকে।

বিজেপির এই নির্দেশ অবশ্যই মৌখিক। নির্দেশের কারণ বিহারের উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সম্রাট চৌধুরীর আলটপকা মন্তব্য।

নেপালে রাজনৈতিক পালাবদলের ওপর মন্তব্য করতে গিয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী গতকাল বুধবার গণমাধ্যমের সামনে বলেন, ‘এসব কংগ্রসেরই ভুল। এতগুলো বছর ধরে এসব দেশকে কংগ্রেস আলাদা করে রেখেছে। নেপাল যদি ভারতের অংশ হতো, তাহলে সে দেশটা সুখী হতো। সমৃদ্ধিশালী হতো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন