আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ শতাংশ

ডেইলি স্টার প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৯

জুলাই মাসের তুলনায় আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মূলত খাদ্যবহির্ভূত পণ্যের দাম কিছুটা কমার কারণে এই স্বস্তি মিলেছে।


তবে নিম্ন আয়ের মানুষের উদ্বেগের কারণ, খাদ্যপণ্যের দাম বাড়ার প্রবণতা এখনও অব্যাহত আছে।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্টে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।


বিবিএসের তথ্যে দেখা যায়, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। জুলাইয়ের ৯ দশমিক ৩৮ শতাংশ থেকে কমে আগস্টে তা ৮ দশমিক ৯০ শতাংশে নেমে এসেছে।


অন্যদিকে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতিতে স্বস্তি নেই। জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৬ শতাংশ, যা আগস্টে সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬০ শতাংশে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত