বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের এত সামরিক ঘাঁটি কেন

যুগান্তর আনোয়ার হোসেইন মঞ্জু প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯

বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও বিশ্বে সবচেয়ে শক্তিশালী এবং ১৯৫টি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের প্রায় অর্ধেক দেশে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান রয়েছে। বলা যায়, অপ্রতিদ্বন্দ্বী শক্তির অধিকারী রাষ্ট্র হিসাবে বিশ্বজুড়ে মুরুব্বিয়ানার দায়িত্ব যুক্তরাষ্ট্র অনেকটা যেচেই গ্রহণ করেছে। যেখানে যুদ্ধ চলছে বা যুদ্ধাবস্থা বিরাজ করছে, সেখানেও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে শান্তি বিরাজ করছে, সেখানেও তারা ঘাঁটি গেড়ে অপেক্ষা করছে তাদের নিজস্ব সামরিক ও ভৌগোলিক কৌশলগত কারণে।


যুক্তরাষ্ট্র বিশ্ববাসীকে ধারণা দিতে চায়, যেসব দেশে তাদের ঘাঁটি রয়েছে, সেসব দেশের আশপাশে কোথাও শান্তি বিঘ্নিত হলে অথবা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে শুরু করলে তারা দ্রুত সামরিক হস্তক্ষেপ করে সংশ্লিষ্ট দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবে। তাদের ভূমিকাকে বিশ্বের পুলিশি দায়িত্ব পালনের ভূমিকা বলা হলে বাড়িয়ে বলা হবে না। পৃথিবীর প্রতি দুটি দেশের প্রায় একটিতে আমেরিকান সামরিক উপস্থিতি দেখা গেলে তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। সংখ্যার দিক থেকেও একেবারে কম নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও