
পলিটিকস একজন শিল্পীর জন্য খুবই খারাপ: শখ
প্রথম আলো
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২
প্রথম আলো: আপনার নাচের ভিডিওগুলোর মন্তব্যের ঘরে অনেক প্রশংসা। এগুলো কি পরিকল্পনা করে করা
আনিকা কবির শখ : নাচের ভিডিওগুলো কোনো পরিকল্পনা করে করা নয়। আমি ছোটবেলা থেকে নাচি। হঠাৎ মনে হলো কনটেন্ট ক্রিয়েট করি। নাচ তুলতে আমার খুব বেশি সময় লাগে না। কোনো ভিডিও শুটিংয়ের আগে বড়জোর আধা ঘণ্টা। তবে এগুলো কোনোটিই বড় আয়োজনে করা নয়। নাচগুলো ভক্তদের সঙ্গে ভাগাভাগির পর দেখলাম, সবাই প্রশংসা করছে। যে কারণে কোনো গান পছন্দ হলেই সেই গানের সঙ্গে নাচ তুলি। আবার কোনো কনসেপ্ট পছন্দ হলেও কাজের ফাঁকে সেটা নিয়ে নাচি।
প্রথম আলো : নাচের শুরুটা কীভাবে
আনিকা কবির শখ : একদম ছোট থেকেই নাচি। আমি বেসিক্যালি নাচেরই মেয়ে। নাচ থেকেই মিডিয়ায় আসা। পরে অভিনয়ে যুক্ত হওয়া।