জাকসুর নারী প্রার্থীর কারো চিন্তায় ‘ব্রেস্ট ফিডিং’ কর্নার, আছে ‘উদ্যোক্তা প্ল্যাটফর্ম’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে নারীদের কম অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার হওয়া নিয়ে আলোচনা ছাপিয়ে তাদের ইশতেহার দৃষ্টি কাড়ছে ভোটারদের।


নারীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস, ভবিষ্যৎ জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় নানা উদ্যোগের প্রতিশ্রুতিকে সাধারণ শিক্ষার্থীরাও ‘বাস্তবসম্মত’ বলে মনে করেছেন। তবে প্রতিশ্রুতির কতটা ‘বাস্তবায়ন’ হবে তা নিয়েও সংশয় প্রকাশ করছেন ভোটাররা।


নারী শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিভাগ ও চত্বরে মানসম্মত ওয়াশরুম, সাইবার বুলিং প্রতিরোধে কাউন্সেলিং সেন্টার, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্ল্যাটফর্ম, ডে কেয়ার সেন্টার, ব্রেস্ট ফিডিং কর্নার, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের যে প্রতিশ্রুতি প্রার্থীরা দিচ্ছেন, এই সময়ে এসে সেগুলো আর কোনো অবাস্তব বিষয় নয়। বরং একটি আধুনিক ক্যাম্পাসে নারীদের জন্য এই সুবিধাগুলো থাকবে- এটাই স্বাভাবিক, কিন্তু নেই।


তফসিল অনুযায়ী, এক সপ্তাহ পরেই ১১ সেপ্টেম্বর ঢাকার অদূরে সাভারের এই ক্যাম্পাসে ভোটগ্রহণ হবে। ক্যাম্পাসের প্রাণকেন্দ্র ছবিচত্বরের আড্ডা থেকে শুরু করে হলের ডাইনিং টেবিল, লাইব্রেরির করিডর কিংবা হলের বারান্দা- সর্বত্র এখন জাকসু নির্বাচনের উত্তাপ। প্রার্থীর পক্ষে প্রচার আর স্লোগানে মুখর হয়ে উঠেছে এই শিক্ষাঙ্গন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও