
খুলনার সাংবাদিক বুলু নদীতে ঝাঁপ দিয়েছিলেন: নৌ পুলিশ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯
খুলনার সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু সেতু থেকে রূপসা নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন বলে সিদ্ধান্তে পৌঁছেছে নৌ পুলিশ।
ওই ঘটনার তদন্তের মধ্যে খান জাহান আলী সেতুর ওপর থাকা দুটো ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও দেখে পুলিশ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত রোববার সন্ধ্যায় খুলনা অঞ্চলের নৌ পুলিশ রূপসা নদীর খান জাহান আলী সেতুর নিচ থেকে একটি মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে লাশটি খুলনার সাংবাদিক বুলুর বলে শনাক্ত করেন স্বজনেরা।