চীন কি সামরিক সক্ষমতায় সবাইকে ছাড়িয়ে যাচ্ছে
চীনের সামরিক সমরাস্ত্র প্রদর্শনীর পর এখন এটি ব্যাপকভাবে স্বীকৃত যে চীনের প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে পশ্চিমা দেশগুলো নিজেদের যে গল্প শোনাত, তা মোটেই যথেষ্ট নয়। গল্পটি ছিল এমন—চীন কেবল পশ্চিমা প্রযুক্তির নকল করে, তারা মেধাস্বত্ব চুরি করে এবং তাদের সাফল্যগুলো কেবলই অপচয়মূলক সরকারি অনুদানের ফল।
এ গল্পের কিছু সত্যতা এখনো থাকলেও আগের মতো আর সত্য নয়। বর্তমানে চীন রোবোটিকস, বৈদ্যুতিক যান, পারমাণবিক চুল্লি, সৌরশক্তি, ড্রোন, উচ্চগতির রেলপথ ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো ক্ষেত্রে উদ্ভাবক ও প্রযুক্তিগত ক্ষেত্রে নেতৃত্বের অবস্থানে চলে গেছে।
আরও নিশ্চিত হওয়ার প্রয়োজন অনভূত হলে ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজের দিকে নজর দিতে হবে। ওই দিন চীনের শক্তি প্রদর্শন এ সত্যকে প্রতিষ্ঠিত করে যে সামরিক প্রযুক্তিতে চীন অনেক দূর এগিয়ে গেছে। এ মুহূর্তে আর এটি বলা যথেষ্ট নয় যে চীনের সামরিক বাহিনী, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) কেবল অন্যদের সঙ্গে তাল মিলিয়ে চলছে অথবা বিদেশি সামরিক সরঞ্জামের নকশা নকল করছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সমরাস্ত্র প্রদর্শনী