দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিন উদ্যাপনে চীনের রাজধানী বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো সংহতির প্রকাশ ঘটিয়ে এক মঞ্চে হাজির হয়েছেন চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতা।
বুধবার রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে স্থানীয় সময় সকালে শুরু হয় অনুষ্ঠান। নতুন সব অস্ত্রে ঝলসে ওঠে হাজারো সেনার কুচকাওয়াজের বিশাল ময়দান। কুচকাওয়াজ শুরুর আগেই নজর কাড়ে শি, পুতিন ও কিমের একসঙ্গে মঞ্চে ওঠা।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে করমর্দন করেন, তারপর পুতিনকে অভিবাদন জানিয়ে তিনজন একসঙ্গে এগিয়ে যান। এ মুহূর্তকেই মনে করা হচ্ছে পুরো আয়োজনে সবচেয়ে প্রতীকী দৃশ্য।